০৬ এপ্রিল ২০২১

মুন চক্রবর্তী




তরাজু 


মেপে চলা একটি নির্বাহ 

কত কেজি কত গ্রাম 

এই নির্বাহ বেয়ে নেমে এসেছে অবিশ্বাস 

বাজার মূল্যে বিক্রি করা অধিকার!

সহজে পাওয়া মসনদ কাঁপছে প্রতিশ্রুতিতে

ফুটপাতের গর্ত থেকে দুর্গন্ধ ঢাকতে গোলাপ জলের ফোঁয়ারা।

 ক্ষুধার্তের পাতে জুটছে অর্ধেক চাঁদের আলো 

ফ্রি শব্দটি বেশ আয়োজন করে মাপজোখে ব্যস্ত

অবুঝের কাঁধে ৠণের পরিসংখ্যান মেপে দিতে তরাজুর অভাব নেই,সব ভালোর তরাজু।

সকল অবতারের ভিড়ে মাপা হবে না হাজার শহিদের সংগ্রামী পথ।

দরজার কড়া নড়ে উঠছে অপ্রাকৃতিক মৃত্যুতে

প্রকৃতির বিশ্বাস নিয়ে বেঁচে আছে জীবাশ্ম।

তরাজুর কাছাকাছি পরে আছে মাপজোখের পাথর।

নির্বাহের পাথরে আঁকা আছে ঐশ্বর্যের ভালোবাসা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much