ব্ল্যাক হোল
একুশে মার্চ — সমান দিন রাত
অথচ, আমার আকাশে রাত — নিত্য বারো মাস!
তোমার কোন্ নীতল গহ্বরে
ভালোবাসার আলো কণা —
কোন্ অভিকর্ষের টানে জানিনা
বারবার ফিরে ফিরে যায়—
একটুও দেখতে পাইনা
অথচ, তোমাকেই ভাবতাম
সূর্যের চেয়েও বিশাল এক নক্ষত্র ;
তবে, একফোটা আলো পাইনা কেনো?
নাকি তুমি কোনো ব্ল্যাকহোল নীতল ?
তবে, তা'তেেই ঝাপ দেবো ;
যদিও জানি, এ'মন তা'তেও হবেনা শীতল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much