আজব খেলা
প্রেমের খেলা বড়ই মধুর
যদি খেলতে পার
ভূল লোকেতে দিলে মন
জীবনে বাজবে বার,
ভালবাসি বললে ববললে শুধু
হয়না প্রেমের পড়া
হৃদয় দিয়ে গড়তে যে হয়
প্রেমের জীবন গড়া।
ছোট্ট বেলায় খেলছি কত
এক্কা দোক্কা আর কানা মাছি খেলা
বড় হয়ে শিখলাম যে এক
আজব প্রেমের খেলা,
প্রেমের মাঝে আছে যে হায়
হরেক রকম কষ্ট।
উল্টো পাল্টা করলে প্রেম
জীবন যে হয় নষ্ট।
ফিস ফিসিয়ে রাত্রী জেগে
করলে আলাপন
পকেটেতে পয়সা বিনে রয়না
কভু প্রেমেরি বাঁধন,
প্রেম যদি চাও করতে তুমি
নিজের সাথেই কর
জীবনটা কে ভালো বেসে
মধুর করে গড়ো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much