২৬ ফেব্রুয়ারী ২০২৫

কবি দেবব্রত সরকার এর কবিতা "শিবরাত্রি"

ইলাশটেশন শিল্পী পিয়ালী দাশগুপ্ত











কবি দেবব্রত সরকার










শিবরাত্রি
দেবব্রত সরকার

তোমার চোখে আমিই হবো শিব
তোমার চোখে আমিই আলোযাত্রী
তোমার উপবাসের জন্য দিক
হবেই শুভ জানাই শিবরাত্রি

সাজবে তুমি মনের মতো করে
যেমন ভালো তেমন কিছু আশা
তোমার চোখে আমার আলোধরে
বাঁচুক শত হাজার ভালোবাসা

শিবের মতো এমন কেন চাও
আমি কি শিব তোমার চোখে নই
হৃদয় বুকে আমার মূল্য দাও
আমিই শিব আমিই সর্বত্রই

৪টি মন্তব্য:

  1. আজকের দিনে কবিতাটি খুবই প্রাসঙ্গিক। চিত্র শিল্পী কেউ শুভেচ্ছা।

    উত্তরমুছুন
  2. খুব ভালো কবিতা। ধন্যবাদ লেখককে এতো ভালো একটি কবিতার জন্য। 🙏🙏

    উত্তরমুছুন
  3. অসাধারণ প্রকাশ। কবির প্রেময় কবিতা ।🌹

    উত্তরমুছুন
  4. Kabita pore bhalo laglo. Chbitio khub sundor. Kabi o shilpir shilpota prakash mishe kbitatir bodh prokash pai.

    উত্তরমুছুন

thank you so much