১৭ মে ২০২১

রাকিবুল হাসান



তোমার দু'টি চোখ


তোমার দু'টি চোখ

স্রষ্টার দেওয়া শ্রেষ্ঠ উপহার দু'টি সুখ পাখি

যা আজও আমার কাছে সাদৃশ্যহীন সুন্দর।



তোমার দু'টি চোখ

রুষ্ট হওয়া নীলাভ নীলনদ

যার আঁচড়ে পড়া ঢেউ

প্রতি নিয়তই তীব্র আঘাত হানে বুকের বাম পাশে।



তোমার দু'টি চোখ

দীপ্তিময় দু'টি ভাগ্যগ্রহ

যার তেজোময় আলোর ফোয়ারা বয় নির্ঝরিণী হয়ে

দারুন অভিনব তোমার দু'টি চোখ।



তোমার দু'টি চোখ

লিওনার্দো দ্য ভিঞ্চির শ্রেষ্ঠ চিত্রকর্ম।

তোমার দু'টি চোখ

অবাধ প্রণয় পূর্ণ।



তোমার দু'টি চোখ

ম্রিয়মাণ হৃদয় জাগরণের প্রথম তারুণ্য।

তোমার দু'টি চোখ

অব্যক্ত গহীন অরণ্য।



তোমার দু'টি চোখ

শান্ত ঝিলের উদ্দীপ্ত লাল ললিত পদ্ম।

তোমার দু'টি চোখ

দিগন্ত ছোঁয়া ছন্দ।



তোমার দুটি চোখ

বিধাতার পূণ্যময় মহাকাব্য।

তোমার দুটি চোখ

উন্নিদ্র কবির অনিশেষ কবিত্ব!



ওগো রাণী

সুনয়নী

যত্নে থেকো তুমি

যত্নে রেখো তোমার দীঘল পাতার কাজল দুটি চোখ।



                                       

এই ছবি প্রকাশ আইনত লেখকের । পত্রিকা: দফতরের নয় )