০৬ এপ্রিল ২০২১

লুৎফুর রহমান চৌধুরী রাকিব ( ইংল্যান্ড )




গাংচিল 



আমার হৃদয়ের মধ্যে খানে 

একটা নদী খনন করে ছিলাম

সেখানে মাঝে মধ্যে উড়ন্ত 

গাংচিল এসে বসতো -----

খানিকটা সময় কাটানোর জন্য ,

গাংচিলের ভিড়ে ,একটা শকুন এসে

যোগ দিয়ে তাদের সাথে 

সখ্যতা তৈরী করলো---

আমি অবাক হয়ে গেলাম 

শকুন টা কি কোন কুমতলব

নিয়ে এলো?


আমার হৃদয়ের নদী ছিলো

গাংচিলের জন্য উন্মুক্ত --

তাদের নিয়ে কিছুটা সময় কাটানোটা 

ছিলো আমার মুল উদ্দেশ্য 

আমি চেয়ে ছিলাম তাদের কিচির মিচির

শব্দের সাথে একটা সুন্দর --

রুচিশীল মনের ভাব তৈরী করতে,

আমার স্বপ্নের শহরে যতটুকু জাগয়া 

ছিলো সবই তাদের জন্য 

বরাদ্দ করে রেখে ছিলাম

কিন্তু-------?


গাংচিলের ভিড়ে থাকা শকুনটি

আসলেই একটা দুষ্টু প্রকৃতির---

শকুনটি যখন গাংচিলের সাথে এসে

আমার হৃদয়ের নদীর পাড়ে বসতো

তখন আমার ভীষণ কষ্ট হতো,

একটা যন্ত্রণায় ছটফট করতো

আমার হৃদয় নদী---

হঠাৎ দেখতে পেলাম নদীর পানি

রক্তের মতো লাল,

আমি বিশ্বাস করতে পারছি না

কেন শকুন টি রক্তাক্ত করলো

আমার হৃদয়ের নদী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much