২৯ জুলাই ২০২২

কবি দেবব্রত সরকার এর কবিতা "অপার্থ"






অপার্থ
দেবব্রত সরকার

বেকার মেরে মোহের ঘরে দেদার টাকা ঢালছে
আজকে সে যে প্রাক্তন তিনি মন্ত্রী ছিলেন কালকে
যে অর্পিতা নয় সর্পিতা নয় গরিব পার্থ একলা
অপার ঘরে টাকার চূড়া তাকিয়ে রাজ্য দেখ্লা

উনীই হল মশাই মুন্ত্রী উন্নয়নের বক্তা 
আছেন দিদি সামলে নেবে এটাই যেনে পক্তা 
আসল খেলা গরিব মেরে দলের ভোটে ঢালছে
আজকে সে যে প্রাক্তন তিনি মন্ত্রী ছিলেন কাল যে 

ভাঙছে জেলা নিজের স্বার্থে সিলমোহরে ডাকলে
জানেন তিনি আফ্রিকা নয় শুনতে পাবে  হাঁকলে
বোঝায় কাকে বলুন দেখি একার মতে সবটা
চালান করে খরচা পাতি লিখেছে বই কয়টা

অনেক প্রশ্ন দালাল বলে রাজনীতিতে ধর্ম
চেয়ার দেব বছর ঘুরে দেখাও দেখি কর্ম 
আসল কথা জলের মত মানুষ মেরে কুর্শি
মারছে তুলে মাছের মতো ধর্ম নামক বর্শী

একাই তিনি সামাল দেন বিশেষ কিছু দপ্তর
এটাই তিনি পারদর্শী অবাক করে সত্ত্বর
সে সব কোথা পড়ছে ঢোলে নজর রাখে এফ  রে
আজকে সে যে প্রাক্তন তিনি মন্ত্রী ছিলেন কাল রে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much