শিল্পীর আঁকা ছবি
তোমার রঙে শিল্পী হয়ে আঁকতে চেয়েছিলাম ছবি
স্মৃতির হয়ে রইল যেন কষ্ট ব্যথা সবই
কবির ডাইরির পাতায় পাতায় শিল্পীর
শিল্প কথা
বুকে ভরা অপুষ্ট তরুণ কাঁচা প্রেমের
রক্তের সঙ্গে চলছে যেন ব্যথা।
তুমি ছিলে আমার রক্তে ভরা ঊষা
গোলাপি ফুলের শাখা
সেকালের কথা মনে পড়ে, পড়ছে অশ্রুজলে রক্ত মাখা।
বিরহের পথে স্বপ্নে শুনি তোমার কন্ঠে গানের ছন্দ
ভাসছে না যেন আজ তোমার আমার
প্রেম-প্রীতির সুগন্ধ।
আমার আত্মা আমার কাছে মন যেন
আজ তোমার
জীবন যেন রয়েছে শিল্পীর প্রেমের আঁকা ছবি হাহাকার।
পাহাড়ের বক্ষস্থলে বন্দনী রয়েছে লুপ্ত গুপ্তধন।
কাল বৈশাখী তাণ্ডব প্রলয়ে দিয়ে গেলে কষ্টে ভরা মন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much