০৭ এপ্রিল ২০২১

শুভমিতা বিশ্বাস




প্রেমাদর


পাহাড়তলির অন্ধকারে

 খেপার সাথে যাব

নির্জন সেই রাস্তাধারে 

একসাথে মেঘ হবো


বৃষ্টিমাখা আমার হাতে 

ভিজবে যখন খেপা

বাঁধনছাড়া হয়ে যাবে

মাধবীলতার খোঁপা


ভাঙবে চুড়ি পূর্ণিমাতে

নদীর মনে ঢেউ 

আমার খেপার উদাস চোখে

 কাব্য লেখে  কেউ

1 টি মন্তব্য:

  1. ছন্দের সঙ্গে বোধ ও মননের মেল বন্ধন না ঘটলে এতো ভালো কবিতা লেখা যায় না

    উত্তরমুছুন

thank you so much