০৭ এপ্রিল ২০২১

শাহারা খান ( ইংল্যান্ড )




গাঁয়ের বধু

 


গাঁয়ের বধু নায়ে চড়ে 

যাচ্ছে বাপের বাড়ি।

মুখে তার মিষ্টি হাসি,

পরনে ঢাকাই শাড়ি।


ঘোমটা দেয়া বধুকে আজ,

লাগছে দেখতে বেশ।

বাপের বাড়ি যাচ্ছে বধু,

খুশির নাইরে শেষ।


এতদিন পরে মুক্ত হাওয়ায়,

আজ ঘুরবে ইচ্ছে মতো।

শশুর বাড়ির বাঁধা নিষেধ,

পরোয়া করি নাতো।


কোথায় তোরা শৈশব সাথী,

আয়রে ছুটে আয় সবাই।

হারিয়ে যাওয়া দিনগুলি,

আবার ফিরে পেতে চাই।


রাখাল ছেলের বাঁশি শুনবো,

বটতলায় বসি পাশাপাশি।

প্রাণ খুলে কইবো কথা,

দুঃখ ভুলে করবো হাসাহাসি।


শশুর বাড়ির রাজপ্রাসাদে,

বন্দিনী লাগে আমায়।

বাবার বাড়ির স্বাধীনতা,

বল কোথায় পাওয়া যায়?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much