নপুংস
আকাশ কেঁদে চলেছে সারা রাত
তারারা খসে পড়ছে অজান্তেই
দুঃখের নিশান বয়ে আনছে হোটিটির দল
ভাগ্য দেবতা চোখে পট্টি বেঁধে বসে আছে
আলোর রোশনাই ভেসে চলেছে ভ্রান্ত আসকারা
অন্ধকারে গুমরে মরছে নির্বাসন দন্ড
মিথ্যের খাঁচায় আছে বন্দী হয়ে আছে স্বপ্ন
ভালোবাসার আকাশে বয়ে চলেছে মরুঝড়
সৌভাগ্যের বিছানায় শুয়ে আছে করোনা
হাওয়ায় ভাসছে মারণাতঙ্ক
সভ্যতার ক্ষত ধুয়ে দিচ্ছে রক্ত
মানবিক স্কুলে ছেলেদের আমরা পাঠায়না
আকাশের তারারা তাই কাঁদে
ফুলেরা সুবাস ছড়াবে না বলে দিয়েছে
আমরা নপুংসক হয়ে চলেছি দিন দিন।
স্বপ্নসিঁড়ি এখন আমাদের প্রাণের দোসর। আমাদের মতো অকবিদের আশ্রয় দাতা।
উত্তরমুছুনস্বপ্নসিঁড়ি র সকল কর্ম কূশলীবৃন্দকে হার্দিক শুভেচ্ছা