০৭ এপ্রিল ২০২১

স্বপন কুমার ধর




অদৃশ্য উপন্যাস



অনেক দিনের ইচ্ছা, একটা

কবিতা লিখি তোমার জন্যে,

কেবল তোমারই জন্য,

তোমার ঠোঁটের জন্য।

আবার কখনো ভাবি, একটা

গল্প লিখি তোমারই জন্যে,

কেবল তোমারই জন্য,

তোমার কাছে শুনবো বলে।

কখনো কখনো মনে হয়, একটা

গান লিখি তোমারই জন্যে,

কেবল তোমারই জন্য,

তোমার কন্ঠে শোনার জন্য।


লিখতে বসে সবার আগে ভাবি,

সব লিখব, মন খুলে লিখব,

কেবল তোমারই জন্যে,

শুধুই আমাদের জন্য।

লিখতে বসে দেখি, কলম সরে না,

কি লিখবো, কিভাবে লিখবো,

যা কেবল তোমারই জন্যে,

শুধুই আমাদের জন্য।


তবে কী ইচ্ছেটা অপূর্ণ থাকবে!

এত বসন্ত কাটিয়েছি যার সাথে,

তার প্রতিটি ক্ষণ যেন,

এক-একটি পাতা, যার

প্রতিটি শিরা-উপশিরায় আছে,

হাসি-কান্না, সুখ-দুঃখ, সান্নিধ্যের

মান- অভিমান, প্রেম-ভালোবাসা,

আরো কত কী! যা দাম্পত্য,

জীবনের সাথে প্রবহমান,

এ তো স্বরচিত কোন কবিতা নয়,

গল্প ও নয়, গান ও নয়, একটা

চলমান সমগ্ৰ উপন্যাস, যা অদৃশ্যভাবে

লিখে চলেছি, মনের কলম দিয়ে,

হৃদয়ের পাতায়, লিখবো ও আজীবন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much