০৭ এপ্রিল ২০২১

গোলাম রববানী




বেশি মনে পড়ে



ভুলতে পারি নে,

ভুলতে চাইলেই ভোলা যায় না।

অতীত যায় চলে 

আসলে অতীত চলে যায় না।

অতীত থেকে যায় সংগোপনে 

মনের কোণে খুব যতন করে। 


আলোতে ভালো দেখা যায় না,

কালোতে আলো হয়ে জ্বলে মনে।

কখনো অন্ধকারে কখনো বা একাকিত্বে,

চমৎকার এক অনুভূতি টেনে হৃদয় ক্ষরণে!


ভুলতে পারি নে,

ভুলতে চাইলেই বেশি মনে পড়ে।

1 টি মন্তব্য:

  1. খুবই ভাল লাগলো কবিতাটি আমার। কবির ভাষায়-আসলে অতীত চলে যায় না।

    অতীত থেকে যায় সংগোপনে

    মনের কোণে খুব যতন করে।

    উত্তরমুছুন

thank you so much