০৭ এপ্রিল ২০২১

মুনা ইসলাম




আলু,পটল সবজি



আমি করলা হবো 

তিতার মাঝে মিঠা।

মিছে বেগুন হলে পরে

চুলকানিতে সাজা। 


আলু হলো ফ্যাটের রাজ্য

ওজন বৃদ্ধির বাপ,

বেশি হলে মোটা ভুড়ভুড়ি

দেবে অভিশাপ।।


কচুর মত হলে পরে

বাঁশ দিতে মজা,

দুষ্ট মরিচ প্রতিরোধে

থাকবে না আর বাঁধা।


লবন হলো সেরা পুষ্টি

গোল্ডেন A+

কম বেশি হলে পরে

কল  শুধুই মাইনাস। 


মিষ্টি কুমড়া নামে মিষ্টি

চিনি লাগে তাতে,

আড়ালে যে দেয়াল হাসে

জানে শুধু কাকে।


পটল হলো আদর্শ সবজি

যাহার নেই তো কোন দোষ।

ইলিশ মাছে হেসে বলে

বেশ...বেশ...বেশ....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much