০৭ এপ্রিল ২০২১

জারা সোমা




নির্বাসন


 ইচ্ছেনদীতে ভাঁটা পড়লেই 

আকাশে চাঁদ ওঠে থালার মতো


বেবাগ শব্দেরা ঘুরে বেড়ায় প্রজাপতির ছদ্মবেশে 


 মধ্যবিত্ত জীবন পাতে কাঁটা বাছতেই

    রাত গড়িয়ে পড়ে ঘন আঁধারের গায়ে


    তখন  জোনাককে নক্ষত্র ভেবে ভ্রম হয় 


 ভ্রমণকারী বাতাসে যে মেয়েটা সামলাতে থাকে বেণী        সেও আঁচল পাতে জোছনা প্রেমে


 কিন্তু একবার সর্বনাশা  মেছো নেশায় পেলেই


   চৈতী মেয়ের কপালে কালাপানি নির্বাসন।।


 

1 টি মন্তব্য:

  1. "তখন জোনাককে নক্ষত্র ভেবে ভুল হয়"... অসাধারণ কবিতা ভীষণ মর্মস্পর্শী অনুভব

    উত্তরমুছুন

thank you so much