অলৌকিক দামি
অজান্তেই কেন দুঃখ দিলাম তোমাকে
চাই-নিতো হতে কারো, কষ্টের কারণ
তাহা মন কেন করে, যা করা বারণ
কেন অপরাধ বোধ তাড়ায় আমাকে?
যাহা চাই অন্ধ চোখে, মিছে অকারণ
মন চঞ্চলিয়া উঠে,ছুটে তার ডাকে
সে পরাণে যদি প্রেম, অবশিষ্ট থাকে
তব_ মিনতি তোমাতে, করিও স্মরণ।
কী ব্যাকুল তিয়াসা রে, মনে কত সাধ!
এই ভালোবাসাহীন, মানুষটি আমি
তোমার নয়নে মুগ্ধ! স্বাধীন অবাধ
জেনো,আমি হতে পারি প্রণয় আসামি
চাইলে ভাঙ্গতে পারি, সব বাঁধা বাঁধ।
তুমি যে আমার কাছে, অলৌকিক দামি!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much