১০ এপ্রিল ২০২১

বাহাউদ্দিন সেখ




 গল্পঃ 

             ভালোবাসার শব্দ ও গন্ধ নেই


      

   


ভেবেছিলাম ডাইরির পাতায় পাতায় গল্প লিখব তোমাকে নিয়ে, যেখানে থাকবে আমার আর তোমার অসংখ্য হাজার হাজার "কিন্তু" "কেন"? কিন্তু আজ তা হয়নি। কারণ তুমি ভালোবাসা পরিপূর্ণতা করনি।  নদীর উর্মির ঢেউয়ে আজ নৌকা মাঝপথে ছেড়ে এসেছ তুমি তবুও যেন আজ কোন বায়ু বাতাস এর গর্জনের শব্দ নেই কোন গন্ধ নেই কোন ভালোবাসার ছন্দ নেই। আজ গল্পটি লিখতে বসেছি যে এই কারণে জ্বলন্ত বক্ষস্থল বনভূমির স্পর্শ পেয়েছি তাই আমি তোমাকে নিয়ে গল্প লিখতে বসেছি।



তোমার কি মনে আছে প্রিয়তমা প্রথম দেখার অনুভূতি প্রথম প্রেমের ছন্দবেশী।

কিন্তু তা আমার সেই প্রথম দেখা স্পর্শহীন প্লাবন-বন্যা আর জলস্ফীতি গর্জন শব্দ আজও মনে আছে। জানিনা ? তোমার সেই কথাগুলো আজ মনে আছে কি?


ঘুমের স্বপনে বিশাল ঝিঁঝি পোকার ভালোবাসা স্নেহ প্রেম পেয়েছি, পেয়েছি বাঁশির ছন্দের সঙ্গে সেই গানের সুর নদীর সেই তীরে। আজ যেন সেই স্পর্শ ভুলতে পারিনি। জানতাম না চোখের পাতা খুলিলে সেই গড়ানো বিশাল স্বপ্নের ভালোবাসা প্রেম প্রীতি ভেঙে পড়ে যাবে। যদি জানতাম তবে চিরস্থায়ী জন্য চোখ বুজে ভালোবেসে যেতাম। আজ দেখেছি আজ বুঝেছি স্বপ্ন ঘুমের মধ্যেই দেখা যায়। চোখের পাতা খুলে নয়।



জানতে কি চেয়েছো প্রিয়তমা আজ আমি কেমন আছি? আমি জানতে চেয়েছি বারবার তুমি কেমন আছো,কিন্তু আজ কোন লিখতে বসিনি চিঠি বসিনি কোন ফোনে এসএমএস করতে লিখতে বসেছি শুধু তোমার আমার বিরহের গল্প।



তোমার কি মনে আছে আমাকে দেখানো সেই স্বপ্ন গুলি? যেটি তুমি বলেছিলে আমি আর তুমি ফাল্গুনের লাল জ্বলন্ত বসন্ত ফুলের মত প্রেম-ভালোবাসা রামধনুর রঙ্গের মতো রাঙাবো। তোমার কি মনে আছে সেই দেখানো স্বপ্ন গুলি যেটি বলেছিলে তুমি  পড়ে থাকবে লাল শাড়ি, কপালে টিপ, চোখে কাজল, পায়ে নুপুর আলতা, হাত ভরা চুড়ি আর রুলি আর আমি পড়ে থাকব পাঞ্জাবি আর পায়জামা আর তোমাকে স্বপ্নের দেশে নিয়ে যাব। তোমার কি মনে আছে?


যদি আগে জানতাম প্রেম ভালোবাসার এতই থাকে কষ্ট ভরা নদী তবে হয়ত সেই নদীর কিনারায় স্পর্শ অনুভূতি বায়ুর সঞ্চালন বৃদ্ধি করতাম না। যদি আগে জানতাম আকাশ পথে সূর্য ও চন্দ্রের থাকে কালো মেঘের ভয় তবে আমি তোমার আকাশ পথে পাখি হয়ে উঠতাম না। নিজে নিজেকে মাঝে মাঝে ভাবি বড় অন্যায় করেছি ভালোবেসে তোমায়। কিন্তু কি করি বল দোষ নেই আমাদের। দোষ ছিল হিংস্র বন্ধু শত্রুর বিশ্বাসে। জানো কি? আজ আমি বিশ্বাস করি না মনকে বিশ্বাস করিনা মানুষকে বিশ্বাস করি শুধু ঈশ্বরকে।



আজ বড় কষ্ট হয় তোমার সেই স্মৃতি গুলির কথায়। আজ বড় কষ্ট হয় তোমাকে সেই অন্ধকার গলিতে ছেড়ে আশায়। আজ আমি মানুষের প্রেম-ভালোবাসায় অক্ষম অসহায়।


আজও ধরে আছে চন্দ্রে কালো রাতের অমাবস্যা।


ভালোবাসার শব্দ নেই, নেই কোনো গন্ধ

গর্জন করে না নদীর তীরে প্রেম প্রীতির ছন্দ।

ভেঙেছে হৃদয় ভেঙেছে মন অন্ধিসন্ধি

রেখেছ তুমি স্মৃতির তরে বক্ষস্থলে প্রেম ছন্দের বন্দি।


আজ যেন তোমার ভালবাসার শব্দ শুনতে ইচ্ছে করে । কিন্তু চাইলেও যেতে পারিনা। যেতে ইচ্ছে করে সেই প্রথম দেখার নদীর তীরে। ইচ্ছে করে তোমাকে সেই আগের মতো হাত ধরে ভালোবাসি কথাটি স্পর্শ করার অনুভূতি।



রক্তে ভরা তোমার আমার  বাঘ হিংস্রের লবণাক্ত

করিলাম হর্ষ বহুল মনস্তাপ বিসর্জনে বিলাস মুক্ত।



যদি ধরতে পারতাম মুখোশ পরা বন্ধুর সাজ। তবে আজ হয়তো আমরা দুজন হতে পারতাম এক। ধরতে পারিনি বলেই চিরস্থায়ীর জন্য তোমায় বিসর্জন দিলাম।

আজ বন্দী ঘরে থাকতে ইচ্ছে করে। কারণ মানুষের এত মুখোশ পরা রুপ আর পারি না সহ্য করতে। তাই আজ তোমাকে বিসর্জন দিয়ে প্রায় ঘরে বন্দী থাকতে ইচ্ছে করে। লিখতে ইচ্ছে করে তোমাকে নিয়ে কবিতা নাটক গল্প।


আমার আত্মা আমার কাছে 

                         মনটা যেন তোমার

ভালোবাসা রইল যেন 

                          স্মৃতির তরে আমার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much