একচল্লিশ
আজ আমি একচল্লিশ
একাকী নয় আমার জগৎ,
নেই মনে কোন সংকীর্ণতা
নবীন-প্রবীনে ভরা আমার ভূবন।
জীবনের মাঝে তিক্ত অভিজ্ঞতা
আপনজনের দুঃখে লাগে ব্যাথা,
তবু আজও সক্রিয় আমার মূল্যবোধ
পদাতলে পৃস্ঠ সমাজের অশ্লীলতা।
খুঁজেছি পথ আমি বাস্তবতার ভিড়ে
দেখেছি পৃথিবী সংসারের হাত ধরে,
জীবনটা আমার হয়েছে ছন্দময়
সেজেছি নতুন সাজে অভিজ্ঞতার সঞ্চয়।
করেছি আমি অস্বিত্বের নির্মাণ
অজস্র চিন্তা ভাবনায় উচ্ছ্বসিত প্রান,
ভাসছি আমি উজান স্রোতে
দিন আসে দিন যায় নিয়মের ভেলায়।
হৃদয় কিনারায় নেই দূরত্বের ব্যাবধান,
কোলাহলের মাঝে নিজেকে খুজি প্রতিক্ষণ,
বিশ্বাসের মাঝে অতিবাহিত এই দীর্ঘ পথ
আমার একচল্লিশের জীবন বড় বিচিত্রময়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much