১০ এপ্রিল ২০২১

স্বপন কুমার ধর

 



কবি নই


আমি কল্পনা করতে ভালবাসি,

কিন্তু উড়তে চাই না।

আমি অক্ষর কর্মী, অক্ষর সাজাই,

কিন্তু অক্ষর বিশেষজ্ঞ নই।

আমি লিখতে চাই, লিখি ও,

কিন্তু কবি নই।


যখন লিখতে বসি, তার আগে,

মনের মধ্যে ভেসে ওঠে বিভিন্ন ছবি।

চেষ্টা করি তাকে, বর্ণের তুলিতে,

বাস্তবে আঁকতে, নিজের মত করে।

শব্দচয়ন হেতু, রাফ খাতায় চালাই,

বারংবার কাটাকুটি আর পরিবর্তন,

বর্ণের, শব্দের, বাক্যের, মাত্রার।


লিখতে বসে ভাবতে থাকি,

আনমনা হই আর এগিয়ে চলে,

ঘড়ির কাঁটা টিক্ টিক্ করে,

জানান দেয় সময়ের, কিন্তু.…

মগ্নতার আবেশে, খেয়ালই থাকে না।


এমনি করে লিখতে বসে, একদিন

হঠাৎ মনে হল, কবিতার রাফ খাতাটায়,

কেউ যেন উঁকি মারছে, উপহাস করছে।

চশমার মধ্যে দিয়ে চোখ বড় বড় করে দেখি যেটা,

সেটা কবিতা নয়, মনের কাল্পনিক ছবিগুলো,

অক্ষর হয়ে পাশাপাশি বসে আছে, 

আর অট্টহাসি দিয়ে বলছে,

কল্পনা ও তোমার, অক্ষর ও তোমার,

লেখনী ও তোমার, অঙ্কন ও তোমার,

কিন্তু তুমি কবি নও।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much