১০ এপ্রিল ২০২১

রাকিবুল হাসান




উর্বশী



তুমি এলোকেশী

উর্বশী

কুসুমিত এক ষোড়শী

বৃষ্টি ভেঁজা ফুল।


তুমি মায়াবতী

অরুন্ধতী

উদ্ভাসিত চন্দ্রকান্তি

রূপক কবিতার মূল।


তুমি প্রদীপ্ত সুনয়না

স্বর্গবারাঙ্গনা

একাগ্র চিত্ত আরাধনা

আমার সঠিক ভুল।


তুমি আকৃষ্টকারী লাবণ্যময়ী

মধুময় ছন্দময়ী

মমতাময়ী

উৎকলিকা বকুল।


তুমি ভিঞ্চির শ্রেষ্ঠ চিত্রকর্ম মোনালিসা

আমার সুপ্রিয় কলিজা

শৈশবে হারানো পুতুল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much