১০ এপ্রিল ২০২১

মধুমিতা রায়




আঁধার শেষে...


আগুন দিও,গনগনে আগুন

পলাশের প্রেম আর মহুয়ার নেশা কেটে যাক

সমস্ত ঘৃণা জড়ো  হোক,

মাঝে মাঝে উগরে দেওয়া ভালো সমস্ত জ্বালা,


পুড়িয়ে দেওয়া ভালো সমস্ত ললিত মেকি আখ্যান

জ্বলে উঠুক তৃষ্ণা, উত্তপ্ত হোক মাটি

যদি লাগে লাগুক দাবানল,ছাই হোক অন্ধকার।


রাত্রিশেষ হলে

স্বপ্নেরা দানা বাঁধুক

বৃদ্ধরা নির্ভয়ে এসে দাঁড়াক মিছিলে

মসৃন নীলিমায় ফুটে উঠুক

নতুন বছর।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much