![]() |
নতুন নতুন পাতারা সব
নামিদামি গাছপালারা সব
এক পায়ে দাঁড়িয়ে
শাখা-প্রশাখা ছড়িয়ে
সবকিছু ভুলে থাকে কেমন করে!
এসব ভাবনা, মন জুড়ে থাকে
অবাক করে
আমিও যেন থাকি ওদের মতো করে।
কিছুদিন আগেই ছিল পাতাহীন
ঝরে যাওয়া গাছপালা রা
এখনও বেশ সজীবতা নিয়ে
রোমান্টিকতা হয়ে পড়েছে
আমার চোখে দেখা গাছপালার সব।
আমি কখনো কখনো জানালার পর্দাটা সরিয়ে
দুচোখ মেলে দেখি, ভাবি
কত সুখ আছে ওদের ভেতরে
সজীবতা নিয়ে আছে দাঁড়িয়ে ।
আমিও এই ভাবে বাঁচতে চাই
সবাই দেখুক, আশা রেখে বাঁচুক
ঠিক যেভাবে বেঁচে আছে গাছপালারা।
শুধুই প্রয়োজনে থাকি
প্রয়োজনে থাকার পরেও
কিছু একটা প্রয়োজন থাকা দরকার
দেশের জন্য ,নইলে দশের এর জন্য
কিংবা নির্ভেজাল একটা ভালোবাসার জন্য।
এটাই প্রয়োজন হতে পারে জীবন যাপনে।
কিন্তু এখনকার প্রয়োজন
নিজের ছাড়া অন্য কিছু নয়
এখনকার প্রয়োজন
একাকীত্ব, নিজে ভালো থাকা
নিজেই ক্রমশ বড় হয়ে ওঠা।
এসব টাই এখনকার হালচাল
তবুও পথে ধুলোবালি মেখে
চিৎকার করে বলতে ইচ্ছে করে
ঐতো সূর্য উঠেছে
সকালবেলা আছি, ঠিকানা আছে
ঝরে যাওয়া পাতার মাঝে
গজিয়ে উঠবে নতুন নতুন পাতা
এখানেই দুচোখ মেলে বলবো
আমার বেঁচে থাকাটা এই ভাবেই
কচিপাতা দের মত জেগে থাকা
কখনো ভালবাসায়
কখনো দুঃখের পাশে
সুখ নিতে শ্বাস-প্রশ্বাস ফেরি
ভাঙা পাড়ের পাশে দাঁড়িয়ে বলি
নতুন তুমি, ভালো থেকো তুমি
আমাদের সকলের জন্য
সকালবেলা আছি ,ঠিকানা আছে।
শুধুই খুঁজে নিতে যতটা দুঃখ কিংবা কষ্ট।
শুধুই প্রয়োজনে থাকি তা নয়
সকাল বেলার জন্যও অপেক্ষায় থাকছি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much