১০ এপ্রিল ২০২১

নাজনীন নাহার




 মানবতাচাই 



আমি অবাক হই না বা বিস্মিতও হই না

আমি রীতিমতো কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ি! 

যখন আমার চারপাশের আগাছা গুলো তাদের দুর্গন্ধমাখা পচনকৃত অঙ্গে নির্লিপ্তের মতো আমাকে পেঁচিয়ে ধরে!

শ্বাসরোধ করতে চায় তাদের জোরের ক্ষমতায়!

হ্যাঁ, আমি এই সমাজের কথা বলছি, সমাজে বসবাসরত পচনকৃত মনুষ্যত্বের কথা বলছি, 

আমি পঁচে যাওয়া মানবতার কথা বলছি!

শুধু আমি নই আমার মতো আরো অনেকে বলছে।

মানবতা আজ কোথায়?

কতবারই তো প্রশ্নবাণে জর্জরিত মানবতা!

কে দেয় সেই উত্তর?

কোথায় গেলে পাবো তার খোঁজ?

আমি ন্যায়-অন্যায়, নীতি-দুর্নীতি এসবের যোগ বিয়োগে পড়তে চাই না, আমি বিয়োগান্ত চাই।

আমি সবকিছুর উর্ধ্বে মানবতাকে চাই।

কে দিতে পারে আজকের এই দুর্গন্ধময় সমাজ থেকে সেই মানবতা; যা পঁচে গলে যাচ্ছে?

একের পর এক চলছে রাজনৈতিক, মানবিক ধর্মীয় জাতিভিত্তিক অপপ্রচারের কূটকৌশলতা!

ধর্ষণ, রাহাজানি, খুন-খারাপি, চাঁদাবাজি, আমজনতার উপর জুলুম, অত্যাচার, নিপীড়ন, শোষণ এসব তো নিত্য নৈমিত্তিক খেলা জাতিরক্ষার নামে জাতির দুষ্কৃতীদের কাছে।

এই যে লকডাউন; 

লকডাউনের ইতিবৃত্ত কি?

আমি বলছি,

সমাজ বা জাতির কিছু মগজবান মানুষ লকডাউনের পোস্টালে উতরে দিচ্ছে তাদের অসুস্থ ক্ষমতা!

ভাইরাস কতোটা শুষে নিচ্ছে জানি না!

তবে সমাজের শোষকদল নিংড়ে নিচ্ছে জাতির নাসারন্ধ্র!

খেটে খাওয়া দিনমজুর মানুষের পেটে লাথি মেরে বিলাসবহুল এসি রুমে শ্লোগানের শ্লেষ শুনতে পাই

তবু আমি নিরুপায়; অপরাধ আমি আমজনতা,

ক্ষমতা ঐ সকল মগজ শূন্য মনুষ্যত্বহীন মানুষের হাতে! 

হাসি পায় তবুও তারা মানুষ!

আমি অতি সাধারণ তাই অসাধারণ কিছু করার সাহস আমার নেই!

মানব বন্ধন আজ ছিন্ন হয়ে গেছে এ কথা ভাবলেই ডুকরে ওঠে হৃদয়!

তবু আমি মানবতা চাই!

কিন্তু কোথায় গেলে পাই?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much