১০ এপ্রিল ২০২১

মোঃ মুরাদ




তুই সরোবরি 



অরণ্য শেখালো ঝড় সয়ে যাওয়া

আমি তা ভুলবো বলো কিভাবে ?

বসন্ত হতে চেয়েছি বলে তবে কি

ঝরে যায় দুঃখ পাতা এভাবে ?


মায়া ভরা তুই সুখের সরোবরি

আমি র্নিবিঘ্নে পেরিয়েছি সীমান্ত,

তুই আকাশ আমার বলেই আজ

ডানা খুলে দেখি আমি মানুষ তো!


তোর মোহে মায়া জাদু জড়ানো

হাসির রোদে মেলে ধরি পাখনা,

তোর চোখে চোখ রাখতে গেলে

মৃদুকন্ঠে বলিস "আহা, থাক না"।


তোর চোখ জড়ানো থাক স্মৃতিপটে

থাক কিছু ধুলোমাখা জীবন নাটক,

তুই উপন্যাস হয়ে রেখে যাস রাত

আমি কাজল পথে হারানো সে পাঠক...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much