১৪ মার্চ ২০২১

কবি মিশ্রর




তোমাকে প্রাক্তন করিনি


তুমি কি সেই আগের মতোই আছো?

সেই অভিমানী,চাপা রাগ, অর্ধেক কথা

ভুল বোঝা তোমার অভ্যাস ছিল-


ভুল বোঝা তোমার অভ্যাস ছিল-

কথায় কথায় থাক বলে ফোনটা রেখে দেওয়া

সব ই তো মেনে নিয়ে ছিলাম

তবে কেন হারিয়ে গেলে ?


জানো তুমি, আজ ও সন্ধ্যাতারা এসে খবর দেয়, তোমার ভালো থাকা-মন্দ থাকা..


ঝিঁঝিঁ পোকা, জোনাকি,ওরা হাসিয়ে কাঁদিয়ে যায়

তোমাকে ভুলে থাকার জন্য,


নীড় ভাঙা পাখি,ও জানে আমাদের কথা..

শিশির ভেজা স্থলপদ্ম,ওর কাছে আমরা ঋণী।


আমাদের ভালোবাসা একমাত্র ওরাই জানে...


না, তোমাকে আমি প্রাক্তন করিনি-

প্রতিটা দিন এঁকে চলি তোমার মুখ, প্রতিটা মুখের ভীড়ে--


কোন দিন হয়তো ভুল করেই ফিরে আসবে আমার কাছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much