১৪ মার্চ ২০২১

সৌমিত বসু


 


মায়া বৌ - ১১


একটা মানুষ আর একটা মানুষকে ডাকতে গিয়ে দেখে 

দুটো মানুষের মধ্যে দিয়ে চলে যাচ্ছে

এক তীব্র মালগাড়ি।

এক একটি বগির ফাঁক দিয়ে 

সে দেখার চেষ্টা করে ,কিন্তু 

ঝাপসা ছাড়া কিছুই দেখতে পায় না ।


তখন সে ফিরেও যেতে পারেনা আবার পাতের ওপর ঝাঁপিয়েও পড়তে পারে না।সে নিশ্চিত ট্রেন চলে গেলে

তার জন্য পড়ে থাকবে শুধুই হুইসেল।


তখন সে দাঁড়িয়ে দাঁড়িয়েই আত্মহত্যা  করে।



1 টি মন্তব্য:

  1. সৌমিতর মায়া বৌ কবিতা এক বাস্তব প্রতিচ্ছবি I সেরার সেরা, বলা যেতে পারে I অসাধারণ I আমাদের জীবন তো এই রকমই I কেউ ওপারে আছে প্লাটফর্ম এ I আমরা এপারে I নিজের ওপরে বিশ্বাস, ঈশ্বরের ওপরে বিশ্বাস ও আত্ম বিশ্বাস I মায়া বৌ শিক্ষা দিলো, মায়া কি I আমরা শুধু চেষ্টা করতে পারি I কর্মেই আমাদের অধিকার I আর কিছু নয় I একেই বলে ভগবানের দেওয়া ভাগ্য I

    উত্তরমুছুন

thank you so much