১৯ মার্চ ২০২১

সুলতানা চৌধুরী পারু ( ইংল্যান্ড )




 শত বাধা 


আহ্লাদি মেয়ে কত যে সখ ছিল 

ছবি আঁকবে বলে ,পারেনি সে আর

তার ছবি আকা বারণ ছিল ! মুখেতে নেকাব

মেয়েদের ছবি অংকন নাকি পাপ ! সেই তো মহাপাপ !


গাছে উঠবে পাখির ছানাদের সাথে 

কথা বলবে ! কত কি ? 

সেই কথাটিও কাউকে তার আর বলা হয়নি 

হয়তো সেটিও পাপ কিংবা মহাপাপ ! সে বুঝতে পারেনি !


পাখিরা যে নিষ্পাপ  

কাউকে ধোঁকা দিতে জানেনা 

যা কিছু শুনে নিজের মনেই রাখে 

তাইতো মেয়েটির পাখি এতো প্রিয় ! খুব প্রিয় বলবে কাকে !


কত যে সখ  ছিল মেয়েটির 

পুকুরে সাঁতার কাটবে প্রতিযোগীতা করবে

কিন্তু তাও কি সম্ভব কত মতবাদ ! শত অপবাদ 

সে যে শুধুই মেয়ে ! মেয়ে হয়ে জন্মিয়েছে সেটাই তার অপরাধ !


আহ্লাদি মেয়ে সারাক্ষণই অপেক্ষার প্রহর গুনে  একদিন সে বড় হবে ! স্বামির ঘরে যাবে আল্পনায় ছবি আকবে ..

তবে কি সেখানেও অপবাদ তার পিছু নিবে ! নিজের মনের স্বাধীনতা কি থাকবে !

শাশুড়ির রক্ত চোখ ! শাড়ি পড়তে হবে ! সংসার ধরম মেনে চলতে কি তার হবে !

আজও তার নারী হিসেবে যেভাবে চলতে হয় ! হয়তো সেই ভাবেই বাকি জীবনটা একদিন মানিয়ে নিবে !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much