চাকরি
সবটুকু উজার করেও, ব্যর্থতা প্রতিক্ষনে
কলমে আসেনা কথা, শব্দেরা অনশনে।
লেখার টেবিলে ছেঁড়া চিরকুট, স্বপ্ন বুনে কাঁদে
ঘড়ির কাঁটায় বয়স বাড়ে, চাকরিতে বাঁধসাধে।।
লালবাতি গাড়ি মিটিং-মিছিল, ব্যর্থতা অবিরত
মদের বোতলে গ্রাস করেছে বেকারত্বের ক্ষত।
ফার্স্ট ক্লাস পাওয়া ডিগ্রীগুলো মেধাতালিকায় বাদ সিগারেটের কালো ধোঁয়ায় বেকারের আর্তনাদ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much