১৯ মার্চ ২০২১

মিলন ভৌমিক


 


শিশু শ্রমিক


নবজাতকের জন্ম নি়য়ে

মধুর ২ স্বপ্ন থাকে,

মানুষের মনে.

ফুটফুটে ছেলেটি স্কুলে যাবে

বাবা মায়ের হাতধরে.

ধীরে ধীরে বড় হবে

দুঃখ,কষ্ঠ,লাঘব হবে.

সমাজের পিছিয়ে পরা

মানুষের কথা একটু ভাবো,

আছে স্বপ্নের ফেড়ি

সফল হয়না অথ'ভাবে.

দশ বছর হলোনা বয়স

বসে আছে ফুটপথে,

বাবুদের জুতো পালিশ করবে.

অফিস বাবুরা চলে যাচ্ছে

না দেখার ভান করে.

সরকারের আইন আছে

শিশুশ্রমিক নিষিদ্ধ এদেশে.

কাজ করানো যাবেনা যে.

গরিবী হঠাও দেশ থেকে

নেতারা সব বলে,

সত্তর বছর পরেও 

হলোনা সমাধান যে.

নববষে' সমাজ কে

নিতে হবে শপথ,

স্কুল ছুট,পথ শিশু

থাকবেনা এদেশে.

মানুষই পারে সমাজকে

পরিবত্তন আনতে.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much