আগে দেখা হলে
আরো আগে দেখা হলে,
অনেক কিছু ঘটতে পারতো।
অনেক বসন্ত একসঙ্গে
কাটাতে পারতাম।
অনেকগুলো সূর্যমুখী
সকাল উপহার দিতাম।
আরো আগে দেখা হলে ,
নদী, সমুদ্র, পাহাড় হয়ে
নানা রূপে ধরা দিতাম।
আলতো ছোঁয়ায় পরতে পরতে
ভালোবাসার গান ছড়িয়ে
দিতাম হৃদয়বীনায়।
আরো আগে দেখা হলে,
হয়তো ঘর বাঁধতাম।
হয়তো বা ভালোবাসার
কুঞ্জবনে আনন্দ উচ্ছ্বাসে
ঢেউ তুলতাম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much