সনেট রজনী-সুখ
প্রকৃতির ঘুমচোখে রজনী নিঃঝুম;
শীতের কাঁথা মুড়ে বিশ্ব ঘুমাচ্ছে শুয়ে--
জ্যোতিস্ক-জ্যোৎস্নায় তন্দ্রাপুরী যায় ছুঁয়ে--
মহাকাশ-তলী শহরে নেমেছে ঘুম;
মরণকাঠিতে তন্দ্রাচ্ছন্ন জীবকুল--
নিশিস্বপ্নে ভেসে সুখমগ্নে করে খেলা;
তন্নি নদীর তীরে কাটে কামনার বেলা;
দংশিত কীটের দহনে স্খলিত ফুল--!
নিদ্রাসুখে শ্রান্ত শরীর রজনী কোলে ;
নিশুতি চাদরে প্রণয়ের শয্যা মেখে--
মধুচন্দ্রিমা বিরহ কাব্যকথা লেখে--
নক্ষত্র-আসরে রতিশাস্ত্র পৃষ্ঠা খোলে;
অভিসার-অভিধানে শুধু প্রিয়-মুখ--!
ব্যথিত চিত্তে চলে যায় রজনী সুখ--!।
রচনাকালঃ-১২টা ১৬ মিনিট (সনেট নম্বর ৯৬)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much