নারী, তুমি স্বপ্নে
তোমায় আমি যতই দেখি,
করি ততই কল্পনা,
মনের ফানুস উড়িয়ে দিয়ে
বাড়িয়ে দিই জল্পনা।
কখনো দেখি শিশুর মত,
কাঁদছো একা ঘরে,
কখনো আবার প্রেয়সীরুপে,
জড়িয়ে ধরছো মোরে।
কখনো দেখি মাতৃ রুপে,
করছো শিশুর পালন,
কখনো আবার রুদ্ররুপে,
করছো তাদের শাসন।
কখনো দেখি অন্যায়ের বিরুদ্ধে,
প্রতিবাদের ধ্বজা ধরো,
কখনো আবার মানিয়ে নিয়ে,
সংসার প্রতিপালন করো।
দুষ্টের দমন, শিষ্টের পালন,
তুমিই করতে পারো,
মানব সৃষ্টির চলমান ধারা,
গর্ভে ধারণ করো।
দেখি স্বপ্নে এত রুপ তোমার,
বিশ্বাস করা দায়,
বাস্তবে আজ ও শোষণে পিষ্ট,
তুমি যে নারী, হায়!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much