১৯ মার্চ ২০২১

জারা সোমা




ঘুম


কোলাহল শুরু হতেই পাখি 

   খুঁজতে থাকে বাসা


 মরানদীতে আচমন সেরে

   ভিন্ন ভিন্ন বক্তব্যের জমায়েত 


অবাধ্য স্বপ্নভঙ্গের চাবুক কষিয়ে 

    ঘা লাগাতেই,ঘোর কাটে 


হরকা সময় ভাসিয়ে দেয় হরেক

 বায়ানাক্কা শেষপ্রায় বিন্দু ছুঁলেই 


 পালা বদলের খেলার জমজমাট আসরে

     বেচতে থাকি  মুখোশ ও  মালা 


কানহা মুঠো খুলে কালো ফাগ ছুঁড়তেই 

   চাঁদকে বলি একটা জম্পেশ  চুমু খেতে 


    কলঙ্কের কোলে মাথা রাখলেই

        বড্ড ঘুম পায় .....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much