তুমি আসবে বলে তাই
আকুতি নিয়ে চেয়েছিলাম
তোমার সুদূর পথ পানে,
দীর্ঘ সময় পরে হবে দেখা
বহুদিন ধরে ভেবেছি তাই।
অপেক্ষায় প্রহর গুণেছি
তুমি আসবে বলে তাই।
ভেবে ভেবে তন্দ্রায় পড়েছি
বেশ অনেক অনেকবার।
মাঝে মাঝে সুযোগ বুঝে
ছোট দু'ডানার দূর্দান্ত মশারা
তন্দ্রার ভিতরেই খেয়েছে রক্ত
বেশ বেশ কয়েকটি বার,
তাদের ছোট্ট পেট ভ'রি।
তুমি আসবে বলে তাই
অনেকগুলো রাত ক'রেছি গুজরান,
কখনও জেগে কখনও বা অর্ধঘুমে।
অবশেষে আসলে যখন তুমি
দেখেই হ'লাম একদম নিশ্চুপ হতবাক।
যেমনটি কল্পলোকে এঁকেছিলাম তোমায়
হুবহু একটুও ফারাক হয়নি
তোমার চাঁদ বদনখানি।
আকুবাকু হৃদয়টি হলো শীতল ঠান্ডা
মনটা হলো ভীষণ খুশী
তোমার চাঁদ বদনটি হেরিয়া।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much