২২ জানুয়ারী ২০২১

রেবেকা সুলতানা রেবা




সব সুন্দর যে তুমি


যদি ভুল হয় শোধরে নিও

অযথাই জড়িওনা জটিলতায়।

ক্লান্তিদিনে তুমি হয়ে যেও বৃক্ষলতা

চুপিচুপি এসে বক্ষে ধারণ করো

হয়ে থেকো একাকীত্বের সঙ্গী।


কাঁধে মাথা রেখে শুনিয়ে দিও

যতো আছে তোমার মনের কথা

আমি অধীর আগ্রহে শুনে নেবো

তোমার হৃদয়ের যত ব্যাকুলতা।


আমি হারিয়ে যাবো তোমার মাঝে

তোমার সুবাসে সুভাসিত হবো

তোমার প্রেমাবেগে আপ্লুত হবো

তোমার মাঝে মিশে যাব নিমিষেই। 


তুমি আমার সুগন্ধি ফুলের বাগান? 

নাকি দূরের তারাভরা আকাশ?

নাকি জোৎস্না বিলানো রাত?

নাকি সাফা পাহাড়ের ঝর্ণা?


ধুর..যা এতো ক্যানো প্রশ্ন করি!

মন বলে আমার

চোখে যা কিছু সুন্দর দেখি

সবি যে তুমি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much