প্রাগৈতিহাসিক
এই সব শস্য ক্ষেতের ভেতর
ভালো লাগে না আর
আমাদের ঘুমের ভেতর
প্রতিদিন পাখিটি আসে যায়...
ডানার ভাঁজ থেকে ভাঁজে
পদ্মের কুঁড়ি আর কিছু
হিরন্ময় আলো ভেসে ভেসে ওঠে
আমরা চুপ করে থাকি
আমরা খুলে ফেলি একলক্ষ উঁটের কুঁজ...
অতঃপর এইসব সিমেন্ট-বালুর শরীরে
তেত্রিশ হাজার মেগাওয়াট বিদ্যুৎতের জ্যাকেট পরে নিই
ওই ওষ্ঠের মেখলাবৃত ঢাল থেকে ঢালে
এইভাবে কবে যে আগুনের জন্ম হয়েছিল
পৃথিবী মনে রাখেনি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much