২৬ নভেম্বর ২০২০

মোঃ রুহুল আমীন



তোমাদের মুখে হাসি ফোটাতে


হাঁটতে শিখিয়েছে যে তোমাকে 

    ছোট্ট হাত দু'খানা ধরে

তোমাদের মুখে অন্ন তুলে দিত

    নিজে থেকে অনাহারে। 

    

তোমাদের মুখে হাসি ফোটাতে

    যে কষ্টের সাগরে ভেসে

কান্নাগুলো সব বুকে চেপে রেখে

    সে চলেছে কৃত্রিম হেসে।


তোমাদের অভাব করতে পূরণ

    দিন রাত করেছে কাজ

এখন তোমরা চলেছ এগিয়ে

   সে পিছনে পড়েছে আজ।


নিজেকে নিয়ে ভাবেনি কখনও

   তোমাদের রেখেছে ঘিরে

আজকে তোমরা অনেক উচুঁতে

   দেখ কি পিছনে ফিরে? 


তোমরা থাকো মহাসুখে আজ

     ওই অট্টালিকার পরে

তার ঘরে আজ খড়ের ছাউনি

     বৃষ্টির পানি পড়ে ঝরে।


আজও তোমাদের সুখ দেখে

     সুখের সাগরে ভাসে

তোমাদের কোন সফলতায় 

   সে তৃপ্তির হাসি হাসে।

***************************************

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much