২৯ এপ্রিল ২০২২

কবি শেখ রাসেল এর কবিতা "সুযোগ খুঁজি "




সুযোগ খুঁজি 
শেখ রাসেল 



সুযোগ খুঁজি আমরা সবে
একটু পেলে ছুতো,
ওমনি ধরে দেই-যে মেরে
দস্যি ষাঁড়ের গুঁতো।

আজব দেখি ঘটলে কিছু হোকনা কোন দেশে,
গুজব নিয়ে তাল পাকাবে
চোর সাধুরি বেশে।

কাজের বেলা নয়-তো কাজি
চোরের সুতা টানি,
লাগাম ছেড়ে বলছো মুখে
মিথ্যা হাজার বাণী।

আমরা কি-ভাই হালের গরু
দিচ্ছো পিঠে কষে,
পকেট খানি করছো ভারী
দিন মজুরী চুষে।

আকাশ সমান উর্ধ্ব গতি
বাড়ছে সবি দাম,
গরীব খেটে মরছে দেখো
রক্ত পানির ঘাম।

শাসন নামের শোষণ নিয়ে
যাচ্ছি করে বাস,
সোনার দেশে করছি কি তাই
বর্গী নামের চাষ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much