ঈদ বোনাস
মোঃসেলিম মিয়া
মুসলিম দের ধর্মীয় উৎসব বড় দুটি ঈদ,
ঈদুল ফিতর ঈদুল আজহা ত্যাগের মহিমায় গায় গীত!
গরীব দুঃখীর কষ্ট অনুধাবণে সিয়াম সাধনে রত---
পূর্ণ দিবস অভূক্ত থেকে ক্ষুধা তৃষ্ণায় কত!
ধনী গরিব নেই ভেদাভেদ এটাই মর্ম বাণী ---
ইসলামের শশীতলে আসল ঠাঁই মানি।
সত্যিকারের ইসলাম ভাই সাম্যের কথা বলে,
যাকাত ফিতর উৎসব বোনাসে
সঠিক নিয়ম কি মানে?
গরীবের হক বিলিয়ে দিতে
বিধিনিষেধ জারি,
যুগে যুগে নবীর আদেশ শ্রষ্ঠার দেওয়া বাণী!
মানব কুল চলছে মেনে নিস্তার পেতে সকল ভুল,
ঈদ ভাতা উৎসব বোনাস সম্প্রীতিতে সামাজিক রুল।
প্রাইভেট প্রতিষ্ঠানে ঈদ বোনাসে বৈষম্য কতো রীতি,
ঈদের সময় ঘনিয়ে এলে মাথায় খেলে ভীতি!
শিল্পপতি আছেন যারা ভীষণ মনে কষ্ট,
ব্যবসায় শুধু লস আর লস কিসের বোনাস প্রাপ্য?
অজুহাতের তিনহাত খোঁজে
পাশ কেটে তাই চলে,
গরীবের সিঁদ কেটে ভাই রাজ প্রাসাদটি গড়ে!
ইসলাম কি এটাই বলে বোনাস ছলাকলা?
ঈদ আনন্দে ভাগ বসাতে বোনাসে কেণ ধাওয়া!!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much