মমতাময়ী
অসাধারণ তুমি সদাই তুলনাহীন
নেই তোমার মনে কোন বিদ্বেষ,
বিধাতার কৃপায় মমতাময়ী রুপ
সবার প্রিয় তুমি আমার শ্রদ্ধাভাজন।
থাক সর্বক্ষণ সংসার স্রোতে ব্যাস্ত
ঈশ্বর প্রেরিত সুখের কাণ্ডারি,
অক্লান্ত পরিশ্রম করো সারাজীবন
তুমি ধরণীর অপরাজেয় সৈনিক।
শুভ্র বরফের মতো নির্মল হৃদয়
তোমার স্পর্শে আলোকিত ত্রিভূব,
স্বার্থের গোলকধাঁধায় নিশ্চিহ্ন হও না কভূ
অন্তরে পরিপূর্ণ তোমার মূল্যবোধ।
ভাবনার আকাশে উজ্জ্বল মনোবৃত্তি
অপূর্ণতাও যেন পায় পূর্ণ রূপ,
মনের সীমানায় তোমার সফলতার সুত্র
নীরবে কর শুধু শান্তির খোঁজ।
সৌন্দর্যের রানী তুমি হৃদয় ভরা মায়া
গর্ভজাত সবাই তোমার পরিপূর্ণ বসুন্ধরা,
ন্যায় নীতি তোমার বিশ্ব-কোষে
তোমার স্নেহে অতিবাহিত হোক সবার জীবন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much