চুরি বাঁচাও
ছুটছাট কারনে কেনো করি,দলাদলী আর তান্ডব।
সমাজ কলুষিত হয়,বুঝেও বঝোনা সব।
নিজে নিজেরাই মাতি রক্তের হুলি খেলায়
পিতৃ মাতৃর গর্ভে দেখো,অন্তরে অশ্রুজল।
এই ভেবে,এই ভেবে গাধার দলেরা বুঝবে কবে।
দেশ চুরির উৎপাত বাড়ছে যে দেশে
এ খবর ক'জন নেয়,ক'জনই বা জানে!
স্বপ্নের বাসভবন করবে চুরি অন্যজন।
মানুষ নয় ওরা,মানুষ নামে নরপিচাস
এতে নেই মাথা ব্যাথা,নেই কি নয়নে জল?
নেশার ঘোর কাটবে কবে,কবে হবে উওাপ
আগুন জ্বালাও অন্তরে অগ্নিকুন্ঠে।
মুশারি(মশারি) ছিদ্র থাকলে,প্রবেশ করে মসা।
রক্ত চুসে নিলে,তবেই হয় বেঘুমের হুঁশ।
জানতে,তবু হয়নি ক্ষমতা তোমার সারা।
তাইতো নিলো চুসে, এক ফোটা রক্তের কনা।
দেশ আজ হচ্ছে,মুশারির মতো
কি হবে পরে,একবার ভেবে দ্যাখো।
সমস্ত ছিদ্রটাকে মারো তালি
বাঁচাও স্বপ্নের দেশ মাতৃ ভূমি।
চাল চোরের পিছনে দিতে গিয়ে সময়
দেখো দেশ চুরি করছে,গড়ছে সন্ত্রাস।
আর নয়,আর নয় গর্জে ওঠো সব
মাতৃভূমির রক্ষার জন্য,করো তীব্র প্রতিবাদ।
তাতে,দিতে হয় দেবো আত্মবলিদান
তবু মাতৃভূমিকে হারাতে দেবোনা প্রান।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much