সনেট চরিত্র
গভীর আত্মবিশ্বাস,চিন্তার বিকাশ
স্বতঃস্ফূর্ত মনোভাব নৈতিক চরিত্র
আদর্শ মতাদর্শী সর্বদায় পবিত্র ;
মনের জগত যার বিস্তীর্ণ আকাশ ;
সংকীর্ণতার উর্দ্ধে যে করে বিচরণ--
স্বার্থত্যাগী,প্রতিবাদী অন্যায় সমরে;
উন্নত মস্তকে চলে কভু নাহি ডরে;
সাম্য-মন্ত্রে প্রজ্বলিত তার আচরণ--!
অপবাদের কলঙ্কে কিবা আসে যায়--
শ্যেনের পিছু না ছুটে স্পর্শে দেখো কান;
কুত্তার কামড়ে দিয়োনা নিজ সম্মান;
বিকৃত মনুষ্যত্বের এ কাঠগড়ায়--
ব্যক্তিত্বহীন চরিত্র-ই কাপুরুষতা--!
যতো দুর্বল হবে হারাবে কদর্যতা--!!
রচনাকালঃ-২৬/০২/২০২১ দুপুর ১২টা ১ মিনিট (সনেট নং ৯১)!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much