১২ আগস্ট ২০২২

কবি শাকিল সারোয়ার এর কবিতা "ক্রশবিদ্ধ একটি সময়"






ক্রশবিদ্ধ একটি সময়

 শাকিল সারোয়ার 



তোমাকে ছুঁলেই বিবর্তনের জল 
গড়িয়ে গড়িয়ে বরফ-বাস্প 
বিশ্বাসের দর্পণে সমর্পণের প্রতিবিম্ব 
একটি সময় ক্রুশবিদ্ধ চোখে ... 
স্মরণে মরণে পূর্ণাভা
রাত্রীর আলো

তোমাকে ছুঁলেই আবর্তনে ষোলকলা 
নির্জলা ছুঁই ছুঁই তৃষ্ণা, 
দাহ 
দাউ দাউ 
দগ্ধ দরিয়া...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much