১২ মার্চ ২০২১

প্রেমাংশু শ্রাবণ




ব স ন্ত  ভ্র ম ন


পড়ন্ত শস্যক্ষেতের মধ্যে দুরন্ত পা ফেলে -ফেলে
এগিয়ে যায় আমার ছায়ারা
এক নির্বোধ ভবিষ্যৎ একদিন মায়ার আঁচল তুলে তাকায়
তখন স্নিগ্ধতায় জমে থাকা খড়কুটো---
শিশির ঝরে হেমন্তের অবেলায় 
ফেলে আসা পথ আবার ভরে ওঠে লতাগুল্মে,
পায়ে জড়িয়ে যায় পুরনো শব্দেরা!

মস্তিষ্কের পাতাল খুঁড়ে ফের উঠে আসে এক বিষন্ন অরণ্যদিন
প্রশান্ত পাখালি বাজায় করুণ সুর 
বিগত বসন্ত সঙ্গিহীন। 
আগাছায় বাঁধে সম্পর্কের জট
জেনে নেয় পারস্পরিক সমাচার 
এ যেনো নির্জন-একাকীত্বের কাছে
যে কোনো শব্দই মেনেছে হার। 

দেয়ালের ওপাশেই অপেক্ষার শেকড় ছড়িয়ে অনাবৃত বৃক্ষ 
বহুকাল ধরে পত্র-পল্লবে তার পড়েছে অবিমিশ্র বাদামী ছায়া। 
অগোছালো যেনো নির্জীব লোকালয়,
শীর্ণ  প্রশাখা বিষণ রুক্ষ
এবার চৈতন্য নামো ধীর লয়ে, 
ছড়িয়ে বসন্তের প্রাণবস্ত মায়া।

নতুন আলোর দিকে এগোনো আর কোনো প্রস্থান নয়
ম্লান নীলাভ আলপনায় এক নতুন সৃষ্টির উৎসধারায়
যা কিছু অবশিষ্ট আছে তার সব তোমার উৎসর্গ নামায়
বাগান বিলাসী ফুল আর নয়নতারা জড়ো হোক উঠোনময়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much