১১ মার্চ ২০২১

স্বপন কুমার ধর




 মোদের ভাষা, বাংলা ভাষা



ব্রিটিশ তাড়াতে বাঙালি ঝরিয়েছে,বহু প্রাণ অকাতরে,

শহীদদের রক্ত ব্যর্থ হয়নি, স্বদেশ স্বাধীনতার তরে।

যেখানে যখন অন্যায় হয়েছে, করেছে বাঙালি প্রতিরোধ,

তাই তো ব্রিটিশদের চক্ষুশূল আর ছিল যত আক্রোশ।

বঙ্গভঙ্গের পরিকল্পনা করেও, পারেনি ব্রিটিশ তা করতে,

আপামর বাঙালি গর্জে ওঠায়, বাধ্য হয়েছিল পিছু হটতে।

বাঙালির ঐক্য ভাঙ্গতে না পেরে, স্বাধীনতার প্রাক্কালে,

দ্বি-জাতি তত্ত্ব প্রয়োগ করে, আমাদের স্বাধীনতা দিলে।


বিশ্বকবি, বিদ্রোহী কবি, কবিগণ বহুমুখী,

প্রতিভার বিষ্ফোরন ঘটিয়ে চলেছেন, সারা বিশ্বব্যপী।

বঙ্গবন্ধু গড়েছেন যে দেশ, গেয়েছেন ঐক্যের গান,

সারা বিশ্বে আজ ও তার অবদান যে অম্লান।

মোরা যেখানেই থাকি, যে অবস্থাতেই থাকি,বাংলা মোদের ভাষা,

এই ভাষাতেই ঐক্যবদ্ধ মোরা, বাড়ায় মনের আশা।

গর্বের ভাষা, আমাদের ভাষা, রয়েছে নিজস্বতা,

আমরা বাঙালি, বিশ্ববাসী ও তা মানে,

এটাই তো বাঁচার সার্থকতা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much