১১ মার্চ ২০২১

এরশাদ


 


শূন্য হারানোর খোঁজ

(কোন এক মানবীকে ) 


আমার একটা "তুমি" ছিলো।

ডায়রীর শূন্য পাতায় রুপোলী জ্যোৎস্না মাখতে মাখতে 

তোমার অধর হয়ে উঠতো কাব্যতিথী।

সেই তোমাতেই হয়ে উঠতো আমার কবিতার শরীরের অবয়ব

তোমার মনে আছে?

তোমার আঙুলের খাঁজে শব্দ তুলে রেখেছিলাম পরম যত্নে

বলেছিলাম,সামলে রেখো প্রিয়তমা আমার

আমি যদি হারাই কোনদিন,তবে শব্দগুলোকে বাজিয়ে দেখো

কোথাও না কোথাও আমার শুন্যতা তোমাকে তাড়িয়ে বেড়াবে অবলীলায়!

তোমার চোখের তারায় আমি রেখেছিলাম আমার আকাশ

বলেছিলে,আমার আর অন্ধকার নেই

প্রজ্জ্বলিত আলোর স্বপ্নে বিভোর হয়ে 

আমিই জ্বেলেছিলাম সান্ধ্য প্রজ্জ্বলিকা প্রিয় আমার।

তুমি আজ দূরবর্তী মণুমেন্ট যেনো

আমি শুধু কুয়াশার আস্তরনে ধূসর চোখে দেখি তোমার প্রজ্জ্বলিত আভা

আমার একটা "তুমি" ছিলো

আমার একটা "তুমি" ছিলে

সূদুর অতীত থেকে অদৃশ্য ডাক আসে আমার বারবার

আমার এখন "তুমি"নেই

আমার এখন " তুমি"টা

শূন্যতেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much