একটি গোলাপ
আমার হাতে হাতটি রেখে দিয়েছিলে
একটি গোলাপ ফুল
সেই হোলাপে সান্তি আমার কেড়ে নিল
হৃদয় আজ হয়েছে ব্যাকুল,
গোলাপ পাপড়ি আজো আছে সেই
স্মৃতির পরশ মাখা
হৃদয় মাঝে আছে কেবল ব্যাথার
পরশ গাঁথা।
ডায়রির পাতায় পাতায় আজো সে গোলাপ পাপড়ি সুভাস যে ছড়ায়
নয়ন জুগল জলে ভরে অন্তর কাঁদে
ভালোবাসার ঘায়,
গোলাপ পাপড়ি হাতে নিয়ে নয়ন মেলে দেখি
মনে হলো কেবলি দিলে হাতটি আমার ধরি
কাঁটা বিধলো হাতের মাঝে রক্ত ঝরে তাই
চার পাশটি নিরব অতি পাশে তুমি নাই।
একটি গোলাপ খুবই শিক্ষণীয় কবিতা I মাসুদ করিম ভাইকে ধন্যবাদ I তাই বলি গোলাপ ফুল দেখো, স্পর্শ কোরো না I কাঁটা আছে I ভালোবাসা কথাটার অনেকমানে I আলোচনা হতে পারে, কিন্তু স্পর্শ নয় I কারণ সম্মান যেতে পারে I ভালোবাসায় সব হয় I Ahead. Every pain is a great lesson
উত্তরমুছুন