১১ মার্চ ২০২১

হাবিবুর রহমান হাবিব




 মানু‌ষের এক এক‌টি জীবন‌ যেন এক এক‌টি রঙ্গমঞ্চ


            একই মানু‌ষের কত রূপ! দু‌নিয়াটা যেন একটা রঙ্গমঞ্চ বা নাট্যশালা। একই মানু‌ষ কত রূ‌পে কত চ‌রি‌ত্রে চ‌রিত্রা‌য়িত হ‌'চ্ছে। কোন পুরুষ কখনও বা সে বাবা, কা‌রো সন্তান, আবার কখনও বা চাচা, খালু, ফুফা, মামা, নানা, দাদা, শ্যালক, কর্মকর্তা বা কর্মচারী, চাকু‌রে বা ব্যবসায়ী কিংবা অন্য কিছু। 


            একইভা‌বে মে‌য়ে‌দের ক্ষে‌ত্রেও ঘর সামলা‌নো ছাড়াও উ‌পরোক্ত মোটা‌মো‌টি একই ধর‌নের দা‌য়িত্ব বা কর্ত‌ব্যের পাশাপা‌শি হয়তবা আরও কিছু অ‌তি‌রিক্ত দা‌য়িত্ব পালন ক'র‌তে হয়। 


            তাই পুরুষ-ম‌হিলা নি‌র্বি‌শে‌ষে প্র‌ত্যেক‌টি মানুষ‌কে সাংসা‌রিক কাজকর্ম, সামা‌জিকতা রক্ষা, চতুরতার সা‌থে চাকুরী কিংবা ব্যবসাহিক কর্মকান্ড প‌রিচালনা এবং তত্তাবধানসহ নানা‌বিধ দা‌য়িত্ব/কর্তব্য পালন ক'র‌তে যে‌য়ে সব সময় সমা‌জের বি‌ভিন্ন চ‌রি‌ত্রের মানুষের সা‌থে মিশ‌তে হয় বা সংস্প‌র্শে আস‌তে যে‌য়ে প্র‌তি‌নিয়ত জীবন-নাট‌কের রঙ্গম‌ঞ্চ বা নাট্যশালায় অ‌ভিনয় ক'র‌তে হয়। 


            জীব‌নের প্র‌তি‌দি‌নের কর্মকান্ডই যেন নাট‌কের এক এক‌টি 'উপাদান বা গল্প' আর আমরা প্র‌তি‌টি মানুষই যেন সে নাটক‌টির এক একজন মহানায়ক।


            তাই গল্প, নাটক, যাত্রা কিংবা সি‌নেমা‌র মত অন্য যে কোন মাধ্য‌মে সমা‌জের যে কোন একজন সাধারণ মানুষ‌কে অ‌ভিনয় করা‌র সু‌যোগের পাশাপা‌শি প্র‌শিক্ষ‌ণ দি‌লে তার মান হ‌বে; 

            -হয় কু‌ঁড়ি-উনিশ কিংবা কু‌ঁড়ি-আঠা‌রো বা তার সামান্য কিছু কম হ‌'লেও ‌‌সে বেশ মোটা‌মো‌টি গড় মা‌নের একটা অ‌ভিনয় উপহার দি‌তে সক্ষম হ‌বে ব‌'লে দৃঢ়ভা‌বে বিশ্বাস ক‌'রি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much