ভালোবাসা
এমনও দিনে যারে বলা যায় সে কথাটি
না-বলা ভাষায়,
"ভালোবাসি"
দেখি আঁখিকোণে আছে লেখা;
সযত্নে ফুল হয়ে ফুটে ওঠে
গোলাপের বাগিচায়;
অনন্ত কাল ধরে বয়ে যাবে
শ্রোতশ্রিণি নদী হয়ে
মায়ের মমতা অঞ্জলি
"ভালোবাসা"- আছে, মাখা।
আজ নয়নের কোণে থাক লেখা,অন্তর হতে সে ডাক ফুলের মালায় কবরীতে থাকুক গাঁথা।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much