২০ জুলাই ২০২২

কবি জাবেদ আহমেদ এর কবিতা "পাগল না"





পাগল না

জাবেদ আহমেদ 



জানি দুশমন
জামানা, 
তবুও তোমাকে
যাবেনা ভুলা,
তুমিহীন জীবন কি
বুঝিনা গো,

 ভাগ্য গুণে মিলেছিলে
হারিয়ে ও ভুলিনি গো,

যখনতখন সাথে গো
অনুভূতি তোমার,

মন পাগল আমার
মান্নত তুমি আমার
আমার খোদার কাছে,

শ্বাস আমার জীবন গো
আমার জিহাদ কসম
তুমি গো পাগল মন,

নিঃস্ব হবো লুন্ঠিত হবো
সর্বহারা খুঁজে তোমায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much